গরু ক্রয়ের শর্তসমূহঃ
আসসালামু আলাইকুম,
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসন্ন কুরবানির ঈদ ২০২১ উপলক্ষে – আমরা আয়োজন করেছি অনলাইন কুরবানির পশুর হাট!
বর্তমানে কোভিড-১৯ (করোনা ভাইরাস) সারা বাংলাদেশে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে। এমতাবস্থায় স্বাস্থ্য ঝুঁকি কমাতে সরকার অনলাইনে গরুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় নিয়ে এসেছি গৃহস্থ অনলাইন কুরবানির পশুর হাট।
বরিশাল বিভাগে রয়েছে ছোট বড় অসংখ্য গরুর খামার। এছাড়া বিভিন্ন বাড়িতেও কম বেশী গরু পালন করা হয়।
খামারী এবং গৃহস্তদের আমরা একটি প্লাটফর্মে নিয়ে এসেছি।
আমাদের কাছে থেকে পিওর দেশী গরু ক্রয় করতে পারবেন।
আমাদের কালেকশন করা গরু গুলো সম্পুর্ন স্টেরয়েড ও রাসায়নিক মুক্ত। গরু গুলো খর, খৈল, ভুষি ও ঘাস খেয়ে প্রতি পালন করা।
আমাদের কাছে ৫০,০০০/- হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা মূল্যের গরু ক্রয় করতে পারবেন। অর্ডারকৃত প্রতিটি গরু নিজে এসে দেখে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের মাধ্যমে গরুর মালিকের সাথে ভিডিও কলে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন।
তবে আর দেরি কেনো, ফুরিয়ে যাওয়ার আগেই বুকিং করুন আপনার পছন্দের গরু। বুকিং করতে নিচে প্রদত্ত নাম্বারে কল করুন।
রেন্টবিডিঃ 01914464555
হাফিজুর রহমানঃ 01725498158
Whatsapp:
01708109080
ইমেইলঃ contact@rentbd.net
গরু ক্রয়ের শর্তসমূহঃ
১. বুকিং করতে গরুর মূল্যের ২৫ থেকে ৫০ শতাংশ অর্থ অগ্রিম প্রদান করতে হবে। আপনি চাইলে অগ্রিম সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে পারবেন।
২. অর্ডারকৃত সকল গরু ঈদের ৩ দিন আগে ডেলিভারি দেওয়া হবে। গ্রাহক চাইলে নিজ দায়িত্বে যেকোন সময় ডেলিভারি নিতে পারবে।
৩. ডেলিভারির সময়ে গ্রাহক কে গরুর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।
৪. অর্ডারকৃত গরুর সাথে বাস্তবিক মিল না পেলে বা বিবরনের সাথে মিল না পেলে সম্পূর্ণ টাকা রিফান্ড করা হবে।
৫. গ্রাহক চাইলে যেকোন ধরনের ডকুমেন্টস বা প্রমাণাদি আমাদের নিকট হতে নিতে পারবে।